আজকের তারিখ ও সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৮:৪৮:৩২ PM

আজকের তারিখ ও সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৮:৪৮:৩২ PM

সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা আমাদের প্রচলিত ধারণাকে আমুল পরিবর্তন করে দিয়েছে ইন্টারনেট নামক এক যাদুর কাঠি। এ জাদুর কাঠির সংস্পর্শে বিপ্লব সাধিত হয়েছে যোগাযোগ ব্যবস্থার। যোজন যোজন দূরত্ব আজ ঘুচিয়ে দিয়েছে ইন্টারনেটে সংযুক্ত বিভিন্ন তথ্য সংবলিত ওয়েবসাইট। তাই প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান সময়ে ওয়েবসাইট হচ্ছে এমন একটি সেবা বা প্রচার মাধ্যম যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক সংখ্যক মানুষের কাছে নিজেদের তথ্য বা সেবা বিশ্বের যেকোন প্রান্তে যেকোন সময়ে পৌছে দিতে পারে। এক কথায়- বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা ভাষায় প্রকাশ যেমন কঠিন তেমনি বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল মুখপাত্র হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে আসছে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট।

বর্তমান সরকারের অঙ্গীকার- “স্মার্ট বাংলাদেশ” গড়তে ক্ষুদ্র প্রয়াস হিসাবে শিবগঞ্জ ডিগ্রি কলেজের সকল হালনাগাদ তথ্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও কর্মচারী মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নোটিশ, পরীক্ষার ফলাফল, শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের হাজিরা সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া থাকবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনাপূর্বক সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত তথ্য সহায়তা দিতে পুরাতন ওয়েসাইটটি সংস্কার করে নতুন মোড়কে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও গতিশীল ওয়েবসাইট ডেভেলপ করায় আমি অত্যান্ত আনন্দিত। এই ওয়েবসাইট তৈরিতে যারা পরিশ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই।

আমি শিবগঞ্জ ডিগ্রি কলেজের সার্বিক উন্নতি কামনা এবং সারা দেশে তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ কামনা করি।

বেলায়েত হোসেন
উপজেলা নির্বাহী অফিসার
সদর উপজেলা, ঠাকুরগাঁও
সভাপতি
শিবগঞ্জ ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও।