আজকের তারিখ ও সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪ ২:৪৭:৪৯ পূর্বাহ্ণ

সংক্ষিপ্ত বর্ণনা: শিবগঞ্জ ডিগ্রি কলেজ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন ১০নং জামালপুর ইউনিয়নের পারপুগী মৌজায় শিবগঞ্জ নামক স্থানে ১৯৯৪ খ্রি. ১২.১৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। ঠাকুরগাঁও জেলা শহর হতে প্রায় ১১ কি:মি: দক্ষিণে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক সংলগ্ন দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। প্রতিষ্ঠানটি অদ্যাবধি সুদক্ষ কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।

 

 

 

অবস্থান :

ঠাকুরগাঁও জেলা শহর হতে প্রায় ১১ কি:মি: দক্ষিণে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক সংলগ্ন দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। 

 

ইতিহাস:

ব্রিটিশ আমল থেকেই এখন পর্যন্ত শিবগঞ্জ এলাকাটি বাণিজ্যিক অঞ্চল হিসাবে সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু শিক্ষার দিক দিয়ে ছিল অনেক পিছিয়ে। তাই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ছেলে-মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষানুরাগী প্রয়াত হামিদা বানুর ১২.১৬ একর দানকৃত জমিতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি অদ্যাবধি সুষ্ঠু ও সুন্দরভাবে সুনামের সাথে পারিচালিত হয়ে আসছে। ফলে প্রতি বছরই ফলাফল সন্তোষজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

 

লক্ষ্য ও উদ্দেশ্য:

পুথিঁগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীকে ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানসমৃদ্ধ শিক্ষিত ও স্বশিক্ষিত করার মাধ্যমে শিক্ষার্থীর জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, আদর্শবান এবং নিয়মানুবর্তিতার সুষ্ঠু অনুশীলনের লক্ষ্যে শিক্ষাদান করাই প্রতিষ্ঠিানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

 

সেশন :

জানুয়ারী থেকে জুন- ৬ মাস মেয়াদী

জুলাই থেকে ডিসেম্বর - ৬ মাস মেয়াদী

জানুয়ারি থেকে ডিসেম্বর- ১ বছর মেয়াদী

 

 

পরীক্ষা :

বছরে ২টি সেশন শেষে কারিগরি বোর্ড কর্তৃক সারা বাংলাদেশে একযোগে চূড়ান্ত পরীক্ষা হয়।

 

শ্রেণিকক্ষ :

মাল্টি মিডিয়া ক্লাসের সুবিধা রয়েছে।

 

ব্যবহারিক ক্লাস :

নিয়মিত ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা।

 

অতিরিক্ত ক্লাস :

দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ।

 

নিরাপত্তা ব্যবস্থা :

শ্রেণিকক্ষসহ সম্পূর্ণ বিদ্যালয়টি সার্বক্ষনিক সিসি ক্যামেরার আওতাভূক্ত।

 

হাফ ফ্রি/ফুল ফ্রি:

গরীব এবং মেধাবীদের হাফ ফ্রি/ ফুল ফ্রি এর ব্যবস্থা।

 

অভিভাবকদের সাথে যোগাযোগ :

(১) শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত হলে অভিভাবককে অবহিত করা হয়।

 

ভর্তি প্রক্রিয়া :

নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রতি বছর ১৫ ডিসেম্বর ও ১৫ জুন থেকে ভর্তি ফরম ও আউটলাইন ১০০/- টাকার বিনিময়ে বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়সূচীতে শিক্ষার্থী ভর্তি করা হয় । ১লা জানুয়ারী ও ১লা জুলাই থেকে নতুন সেশনের ক্লাস শুরু হয় ।